ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে ভূর্তুকি মুল্যে হারভেষ্টার ও ধান মাড়াই মেশিন বিতরণ

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বৃহস্পতিবার, এপ্রিল ২৮, ২০২২

ফুলবাড়ীতে ভূর্তুকি মুল্যে হারভেষ্টার ও ধান মাড়াই মেশিন বিতরণ
দিনাজপুরের ফুলবাড়ীতে ভূর্তুকি মুল্যে দুইজন কৃষক কে হারভেষ্টার ও ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর দেড়টায় উপজেলা পরিষদ চত্বরে ভূর্তুকি মুল্যে দুইজন কৃষকের মাঝে একটি হারভেষ্টার মেশিন ও একটি ধান মাড়াই মেশিন বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে এসব মেশিনের চাবী দুইজন কৃষকের হাতে তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. শামীমা আক্তার জাহান,বেতদিঘি ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ মো.আব্দুল কুদ্দস,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা.রুম্মান আক্তার।

এসময় এসকিউ ট্রেডিং কোম্পানির দিনাজপুর আঞ্চলিক ব্যাবস্থাপক মো. ইব্রাহিম ইসলাম এবং উত্তরণ ইঞ্জিনিয়ারিং এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অধিদপ্ত সুত্রে জানা গেছে,৩১লক্ষ টাকা মুল্যের হারভেষ্টার মেশিনটি উপজেলার বাসুদেবপুর গ্রামের কৃষক মো.জোবায়েদ খান কে এবং ৩ লক্ষ টাকা মুল্যের ধান মাড়াই মেশিনটি শিবনগর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের কৃষক শান্ত সাহা কে পঞ্চাশ শতাংশ ভূর্তুকি মুল্যে বিতরণ করা হলো। যার অর্ধেক মুল্য কৃষক দিয়েছেন আর বাকি অর্ধেক সরকার বহন করবেন।