Can't found in the image content. ফেরির জন্য ১৬ ঘণ্টা অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

ফেরির জন্য ১৬ ঘণ্টা অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, এপ্রিল ২৭, ২০২২

ফেরির জন্য ১৬ ঘণ্টা অপেক্ষায় ৪ শতাধিক যানবাহন
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরির অপেক্ষায় রয়েছে প্রায় ৪ শতাধিক যানবাহন।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।

জানা গেছে, আজ বুধবার ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন। এ সময় প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনে প্রায় চার শতাধিক যাত্রীবাহী দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের গাড়ি আছে।

এদিকে বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঈদে বাড়তি গাড়ির চাপ সামাল দিতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঈদের আগে-পরের ১০ দিন পণ্যবাহী গাড়ি পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের পরই দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে।

গাড়িচালকরা অভিযোগ করে জানান, সাধারণ পণ্যবাহী গাড়িগুলো ১৫ থেকে ১৬ ঘণ্টার আগে ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনগত রাত ১২টা থেকে অপচনশীল পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ট্রাকের চাপ বেড়েছে।

তিনি আরও বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। তবে এখন যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।