খাগড়াছড়ি জেলার মহালছড়িতে উপজেলা প্রশাসন কর্তৃক বিনা নোটিশে জামাল কাজী নামে দরিদ্র এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
ক্ষতিগ্রস্ত জামাল কাজী ছাড়াও মানববন্ধনে স্থানীয়দের পক্ষে বক্তব্য রাখেন জাফর আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল কাদের সিয়াম এবং মহালছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, মো. জামাল কাজী দীর্ঘ বছর ধরে মহালছড়ি উপজেলার শান্তিনগর এলাকায় একটি খাস ভূমি চায়ের দোকান করে আসছিলেন। গত সপ্তাহে কাল বৈশাখী ঝড়ে তার ছোট ওই ব্যবসা প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর কয়েকদিন আগে তিনি স্থানীয় একটি এনজিও থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ নিয়ে দোকানঘরটি মেরামত করছিলেন। তবে কোনোরকম পূর্ব নোটিশ ছাড়াই গতকাল তার নির্মাণাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সকল স্থাপনা উচ্ছেদ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
অবিলম্বে জামাল কাজীর দোকানঘর পুনর্বহালের দাবী জানানো হয় মানববন্ধন থেকে।