কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ শাহপরীরদ্বীপ এলাকার দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিয়ানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ পৌরসভার উত্তর নাইট্যং পাড়া এলাকার হযরত উসমান গণি (রা.) জামে মসজিদের সামনে প্রধান সড়কে অভিযানে যায়।
তখন র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার কবির আহমদের ছেলে মো. হারুন (৩০) এবং আব্দুল শুক্কুরের ছেলে মো. আলমকে (৩৫) কে একটি শপিং ব্যাগসহ গ্রেফতার করতে সক্ষম হয়।পরে সাক্ষীদের সমানে শপিং ব্যাগটি তল্লাশি করে ১৯ হাজার ৭৫০পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, জব্দ ইয়াবাসহ গ্রেফতারদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্ততান্তর করা হয়েছে।