কিশোরগঞ্জের নিকলীর ধনু নদীতে ডুবে গেছে ট্রেড করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যবাহী একটি নৌকা।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালের দিকে সিংপুর ইউনিয়নের সিংপুর বাজারের কাছে ধনু নদীতে নৌকাটি ডুবি যায়।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু হাসান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিলার শফিকুল ইসলাম টিসিবির পণ্য নিয়ে সকালে নিকলী উপজেলা সদর থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে সিংপুরের দিকে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে সিংপুর বাজারের কাছে তীব্র স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।
নৌকাটিতে ৫৫১টি কার্ডের পণ্য ছিল। প্রতি প্যাকেটে দুই কেজি চিনি, দুই লিটার তেল, দুই কেজি ছোলা ও দুই কেজি ডাল রয়েছে। স্থানীয়রা চেষ্টা চালিয়ে অর্ধেকেরও বেশি মালামাল উদ্ধার করলেও জিনিসপত্র নষ্ট হয়ে যায়।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কার্ডধারীদের পণ্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ইউএনও।