বরগুনার তালতলীতে ৭০ গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদে কার্যালয় চত্বরে ৭টি ইউনিয়নের ৬৮ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হোসেনের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রেজবি-উল-কবির। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ প্রমুখ।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো.রেজবি-উল-কবির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি স্তরেই যেমন উন্নয়নের ছোয়া লেগেছে, তেমনি স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকান্ডেও উন্নয়নের প্রকাশ ঘটেছে।
গ্রাম পুলিশের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার জন্য সরকার তাদের বাইসাইকেল দিয়েছে। সামনের দিনেও তাদের কাজের গতি আরও বেগবান হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হোসেন বলেন, একটি সময় গ্রাম পুলিশের সম্মানি ভাতা একেবারেই কম ছিল কিন্ত বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর তাদের সম্মানি ভাতা বহুগুনে বৃদ্ধি পেয়েছে। সামাজে বিভিন্ন প্রকার অপরাধ দমনে গ্রাম পুলিশকে আরও সচেতন ও দক্ষ হতে হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
বাইসাইকেল পেয়ে বড়বগী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মো. ছলেমান বলেন, আগে আমরা পায়ে হেটে মানুষের বাড়িতে গিয়ে তথ্য পৌঁছে দিতাম। আর এখন সাইকেল পাওয়াতে আমরা ইউনিয়ন পরিষদের যেকোনো তথ্য এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত পৌঁছে দেওয়ার পাশাপাশি নিজেরাও কোন ঘটনা ঘটলে দ্রুত পৌঁছাতে পারবো।