ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বুধবার, এপ্রিল ২০, ২০২২

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ অনুষ্ঠিত হয়েছে।

শহর-গ্রামের শিক্ষার বৈষম্য নিরসন এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যকে সামনে রেখে স্থানীয় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এই সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। এতে  উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিকবিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ৮০ জন শিক্ষার্থী পাঁচটি ক্যাটাগরির প্রতিযোগিতায় অংশ নেন। 

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী ম-লসহ বিচারক ম-লী হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল কিবরিয়া, খোলাহাটি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস, পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুশীল চন্দ্র সরকার, পার্বতীপুর ডিগ্রি কলেজের প্রভাষক সিমন আফরোজা বেগম, বেলাইচন্ডি হাই স্কুল এ- কলেজের সহকারী শিক্ষক মকসেদুল ইসলাম প্রমুখ। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মন্ডল বলেন, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি ‘ক’ গ্রুপ, নবম থেকে দশম শ্রেণি ‘খ’ গ্রুপ এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণি ‘গ’ গ্রুপ। এই তিনটি গ্রুপ ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত, কম্পিউটার এবং বাংলাদেশ ও স্টাডিজ এই পাঁচ ক্যাটাগরিতে মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই তিনটি গ্রুপের ১৩ জন উপজেলায় শ্রেষ্ঠ স্থান অধিকারী মেধাবী প্রতিযোগিকে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানো হবে। এরমধ্যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছেন।
এ সময় অংশগ্রহণকারী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।