খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে আনারস বোঝাই চাঁদের গাড়ি উল্টে দুই কিশোরের মর্মান্তির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর মানিকছড়ি উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ডলু গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উত্তর ডলু গ্রামের চাইথোয়াই মারমার ছেলে রাজু মারমা (১৫) এবং একই এলাকার বাসিন্দা হ্যাংল্লা মারমার ছেলে উজাই মারমা (১১)। রাজু মারমা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এবং উজাই মারমা উসমান পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলো।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, উত্তর ডলু গ্রাম থেকে আনারস বোঝাই করে চাঁদের গাড়িটি মানিকছড়ি উপজেলা সদরে আসছিলো। একটি পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে গাড়িতে থাকা রাজু মারমা ও উজাই মারমার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া রাসাই মারমা (৩০) নামে এক আনারস ব্যবসায়ী এসময় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। বর্তমানে সেখানেই তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছে, নিহত ওই দুই ছাত্র পারিবারিক দুরাবস্থার কারণে পড়াশুনার পাশাপাশি দিনমজুরী করতো। দুর্ঘটনা কবলিত চাঁদের গাড়িটিতে তারা দিনমজুর হিসেবেই নিয়োজিত ছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি।