Can't found in the image content. রাজশাহীতে অস্ত্র ব্যবসায়ী আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫ |

EN

রাজশাহীতে অস্ত্র ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, এপ্রিল ১৮, ২০২২

রাজশাহীতে অস্ত্র ব্যবসায়ী আটক
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল ও গুলিসহ রবিউল ইসলাম (২৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রোববার (১৭ এপ্রিল) দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বালিয়াঘাট্টা কাশিমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদরের তাহেরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তাকে বর্তমানে র‌্যাব-৫ সদর দপ্তরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোমবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী থানার বালিয়াঘাট্টা কাশিমপুর গ্রামে অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি বিদেশি পিস্তল, সাতটি ম্যাগজিন, ১৯ রাউন্ড গুলিসহ রবিউল ইসলামকে আটক করা হয়।

এতে আরও বলা হয়, রবিউল ইসলাম একজন অস্ত্র ব্যবসায়ী। তিনি বিভিন্ন স্থান থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করতেন এবং বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে লুকিয়ে রাখতেন। এভাবে গোপনে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছিলেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।