দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনা মুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোবাবার বেলা ১২টায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের উদ্বুদ্ধ করনে বিনা মুল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.মোস্তাফিজার রহমান ফিজার এমপি।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা.হাসিনা ভুইয়ার সঞ্চালনায় সভাপত্বি করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোছা. শামিমা আক্তার জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.নিরু ছামছুন্নাহার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. রুম্মান আক্তার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহানুর রহমান,সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামানসহ ইউপি চেয়ারম্যানগণ।
অনুষ্ঠানে প্রতিটি কৃষককে পাঁচ কেজি ধান বীজ,বিশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি রাসায়নিক সার প্রনোদনা স্বরুপ বিনা মুল্যে বিতরণ করা হয়। উপজেলা কৃষি অধিদপ্তর জানায় অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের উদ্বুদ্ধ করনে এবছর উপজেলার মোট তিনশত ষাটজন কৃষককে পর্যায়ক্রমে এই প্রনোদনা প্রদান করা হবে।