Can't found in the image content. আ:লীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে নানান অভিযোগ, সংবাদ সম্মেলনে নতুন কমিটি গঠনের দাবি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

আ:লীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে নানান অভিযোগ, সংবাদ সম্মেলনে নতুন কমিটি গঠনের দাবি

তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি | আপডেট: রবিবার, এপ্রিল ১৭, ২০২২

আ:লীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে নানান অভিযোগ, সংবাদ সম্মেলনে নতুন কমিটি গঠনের দাবি
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের জন্য উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক কোন পদক্ষেপ গ্রহণ না করার প্রতিবাদে এবং সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্মেলন অনুষ্ঠানের জন্য আহবায়ক কমিটি অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,  এখলাছুর রহমান তারা,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ,প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম মাশুক।

সংবাদ সম্মেলনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, উপজেলা আওয়ামীলীগের সদস্য সেলিম আখঞ্জি,আজিজুল হক,মিজানুর রহমান,ছাত্রলীগের সাবেক সভাপতি আহছানুজ্জামান শোভন,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক কবিন্দ্র চন্দ,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ নুর। 

সংবাদ সম্মেলনে বক্তারা,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি,হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি বাণিজ্য, ইউনিয়ন কমিটি বাণিজ্য ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ থাকায় বর্তমান কমিটি বাতিল করে সুষ্ঠু সুন্দর ও নিরেপক্ষ সম্মেলনের জন্য তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি অনুমোদনের দাবি জানান।