নাফ নদী সাঁতার কেটে ইয়াবা পাচারকালে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ধৃত ব্যাক্তি মিয়ানমারের বুচিদং এলাকার মৃত আব্দুল গাফ্ফারের পুত্র মোঃ কামাল হোসেন।
১৬ এপ্রিল (শনিবার) ভোর রাতের দিকে মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে দুটি পৃথক বিশেষ টহল দল নাফনদীর বুকে জেগে থাকা জালিয়ার দ্বীপে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা নিয়ে নাফনদী সাতঁরিয়ে আসার সময় দ্বীপে অবস্থানে থাকা বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে ধাওয়া করে। তাদের মধ্যে একজন মিয়ানমার সীমান্তে চলে গেলেও ২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যমানের ৮০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের বুচিদং এলাকার মৃত আব্দুল গাফ্ফারের পুত্র মোঃ কামাল হোসেনকে গ্রেফতার করে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, অবৈধ অনুপ্রবেশসহ সংশ্লিষ্ট অপরাধে পৃথক আইনে মামলা দায়েরের পর মাদকের চালানসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।