Can't found in the image content. কুতুবদিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

কুতুবদিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, এপ্রিল ১৬, ২০২২

কুতুবদিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

(প্রতিকী ছবি)

কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রাঘাতে দুই শ্রমিকের মৃত্যু ও একজন আহত হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে পৃথক বজ্রাঘাতে এ হতাহতের ঘটনা ঘটেছে।

মৃতরা হলেন- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর গ্রামের মৃত আবু জাফরের ছেলে সাহাব উদ্দিন (৫৫) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে সাহাব উদ্দিন (৪৫)। আহতের নাম সুশিলা দাশ (৩২)।

কুতুবদিয়া থানার ওসি ওমর হায়দার জানান, দুপুরের দিকে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল তাবেলারচর লবণের নৌকায় লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। এ সময় সাহাব উদ্দিন অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, একই সময় কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের শ্রমিক সাহাব উদ্দিনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুপুর ১২টার দিকে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে জেলে পাড়ার বাসিন্দা প্রবাস দাশের স্ত্রী সুশিলা বজ্রপাতের প্রচণ্ড আওয়াজে অজ্ঞান হয়ে পড়েন। তিনি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।