ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বৈসাবিতে জেলা পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা

মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি | আপডেট: বুধবার, এপ্রিল ১৩, ২০২২

বৈসাবিতে জেলা পরিষদের বর্ণাঢ্য শোভাযাত্রা
পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসাবি। বৈসাবি ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। 

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি টাউন হলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে অংশ নেয় চাকমা, মারমা, ত্রিপুরাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির হাজার হাজার নারী-পুরুষ। নেচে-গেয়ে এই আনন্দ উৎসবে সামিল হয় তারা। 

পরে টাউনহল প্রাঙ্গণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পরিবেশনায় অনুষ্ঠিত হয় ডিসপ্লে। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা তরুণ-তরুণীদের নৃত্য এবং ত্রিপুরা সম্প্রদায়ের গরাইয়া নৃত্য পরিবেশন করা হয়। 

শোভাযাত্রা শুরুর আগে জেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল সাইফুল ইসলাম সুমন ও জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া বক্তব্য রাখেন। 

এছাড়া সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, ডিজিএফআই’র খাগড়াছড়ি ডেট কমান্ডার কর্ণেল সরদার ইসতিয়াক আহম্মেদ, জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠান এবং শোভাযাত্রায় অংশ নেন।