লক্ষ্মীপুরের রায়পুরে আঞ্চলিক মহাসড়কে ফিসহ্যাচারি সংলগ্ন স্থানে দুইটি সি,এন,জির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
আহতরা হলেন, জাহাঙ্গীর হোসেন(৬০) পিতা শহিদুল্লাহ গ্রাম বামনী, নুরুল ইসলাম নাহিদ (৮) পিতা মৃত নুরুল আলম, গ্রাম;- কাজির দিঘীর পাড়, মোঃ সোহাগ (২০) পিতা কবির হোসেন ভোলার অধিবাসী, লিটন (৪৫) পিতা ইমাম হোসেন, গ্রাম সাগরদী কাজির দীঘির পাড়, উম্মে তানজিলা (১৪) পিতা মৃত নূর আলম, গ্রাম হামছাদী। আহতদের মধ্যে দুই জন স্কুল ছাত্র-ছাত্রী।
দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্হলে থেকে ওই সি,এন,জি‘র দুই চালককে তাদের হেফাজতে নেন পুলিশ।
এদিকে আহতদের মধ্যে জাহাঙ্গীর হোসেনের অবস্থা সংকটাপন্ন হলে তাকে অ্যাম্বুলেন্স যোগে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয়। অন্যান্যদের রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রায়পুর থানার ওসি শিফন বড়ুয়া বলে, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই চালককে আটগক করেছে। পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।