বৈসাবি উৎসবের ‘সা’ অক্ষরটি অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমাদের ‘সাংগ্রাই’ উৎসব থেকে নেওয়া। মারমাদের অন্যতম সামাজিক উৎসব সাংগ্রাই। বছরের শেষ দুই দিন এবং নববর্ষের প্রথম দিন এ উৎসব উদযাপন করা হয় পার্বত্য জেলাতে।
সাংগ্রাই উৎসব উদযাপন উপলক্ষে মারমা উন্নয়ন সংসদ ও মারমা যুব কল্যান সংসদ এর আয়োজনে ঐতিহ্যবাহী ধ ও আলারি খেলা উদ্বোধন করা হয় খাগড়াছড়ি সদরে পানখাইয়াপাড়াতে।
এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা লেডিস ক্লাবের সভাপতি দিপান্বিতা বিশ্বাস, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী ।
সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে দুই দিন পর শুরু হবে মারমা সম্প্রদায়ের জলখেলা এই খেলায় তরুণ-তরুণীরা একে অন্যে দিকে পানি ছুড়ে ভিজিয়ে দেন। এ ছাড়া মারমারা বৌদ্ধ মন্দিরে গিয়ে ধর্মীয় বাণী শোনেন।