Can't found in the image content. টেকনাফে ঘুমন্ত স্ত্রীকে হত্যা করলো স্বামী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

টেকনাফে ঘুমন্ত স্ত্রীকে হত্যা করলো স্বামী

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: সোমবার, এপ্রিল ১১, ২০২২

টেকনাফে ঘুমন্ত স্ত্রীকে হত্যা করলো স্বামী
টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোদ্ধ করে হত্যা করেছে স্বামী।
এঘটনায় ঘাতককে আটক করেছে এপিবিএন সদস্যরা।

১১ এপ্রিল (সোমবার) ভোর রাত ২ টারদিকে টেকনাফের হ্নীলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এঘটনা ঘটে।
জানা যায়, স্বামী স্ত্রী এর মধ্যে প্রায়ই সময় পারিবারিক কলহ সৃষ্টি হতো। এরই জের ধরে সোমবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রী পারভিন আকতারকে। খবর পেয়ে সাথে সাথে নয়াপাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক মোঃ ইয়াছিনকে আটক করে। সে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি, শেড নং-৭১১/১, এমআরসি-৩৩৩১০ এর হাজী কালুর পুত্র মোঃ ইয়াছিন(২০)। পরে পুলিশ তার স্ত্রী পারভিন আক্তারকে উদ্ধার করে IPD হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উক্ত তথ্য নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য,  গত ৮ এপ্রিল উনছিপ্রাং রইক্ষ্যং রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করে স্ত্রী।