খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক সাংবাদিককে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে বালু উত্তোলণের সরঞ্জামসহ বালু ভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের হাঁচিনসনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা বলেন, ‘বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ আসছিলো। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। এসময় বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ১৫ ধারায় মো. নূর হোসেন নামে এক গণমাধ্যমকর্মীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সরকারি আদেশ অমান্য করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় তিনজন ট্রাক্টর চালককে ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে বালু উত্তোলণের সরঞ্জামসহ বালু ভর্তি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
জব্দকৃত বালু কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান এর জিম্মায় রাখা হয়েছে। এবং পরবর্তীতে তা নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।
খোঁজ নিয়ে জানা গেছে, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দীঘিনালা প্রতিনিধি নুর হোসেনসহ আরও ৭-৮ জন মিলে বেশ কিছুদিন ধরেই ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।