লালমনিরহাটের আদিতমারীতে স্ত্রীর মাথা ন্যাড়া করে দেয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ডিপেরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মমিনুর রহমান (২৫) একই এলাকার মোক্তার আলীর ছেলে।
ভুক্তভোগী নুরীফার (২০) কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাট এলাকার নুরুজ্জামানের মেয়ে ও মোক্তার আলীর স্ত্রী।
মামলার বিবরণ সূত্র জানায়, প্রায় আড়াই বছর আগে মমিনুর রহমানের সঙ্গে নুরীফার বিয়ে হয়। বিয়ের পর থেকে পরকীয়ার সন্দেহে প্রতিবেশী নারীদের সঙ্গে নুরীফার চলাফেরা ও কথা বলা বন্ধ করেন স্বামী মমিনুর। গৃহবধূ নূরীফার প্রায় গৃহবন্দি ছিলেন। এ নিয়ে প্রায় সময় তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন স্বামী ও শ্বশুর। মাথা ন্যাড়া করলে স্ত্রী ঘরের বাইরে যাবে না এই ধারণা থেকে গত ৩১ মার্চ (বৃহস্পতিবার) ভোরে জোর করে স্ত্রীর মাথা ন্যাড়া করেন মমিনুর রহমান। বিষয়টি গোপন রাখতে কঠোর নিষেধ আরোপ করেন।
বৃহস্পতিবার বিকালে আবারও স্ত্রীকে মারধর করলে মাথা ন্যাড়া করার বিষয়টি গ্রামবাসীর নজরে আসে। এরপর বিষয়টি গৃহবধূর বাবার বাড়িতে জানাজানি হলে তারা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে আদিতমারী থানা পুলিশ ওই বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করে এবং স্বামী মমিনুর রহমানকে গ্রেপ্তার করে।
নির্যাতিত গৃহবধূ নুরীফা জানান, কোনো কারণ ছাড়াই প্রায় সময় মমিনুর তাকে মারধর করেন। বিয়ের পর থেকে প্রতিবেশী ও বাবার বাড়ির সঙ্গে ফোনেও যোগাযোগ করতে দিতো না। মাথা ন্যাড়া করার বিষয়টি প্রকাশ করলে তালাকসহ মেরে ফেলার হুমকি দেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার নারীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে এবং স্বামী মমিনুরকে গ্রেপ্তার দেখায়।