ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

খাগড়াছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি | আপডেট: শুক্রবার, এপ্রিল ৮, ২০২২

খাগড়াছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
‘সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য’ এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের আয়েজনে আজ বৃহঃষ্প্রতিবার সকালে খাগড়াছড়ি টাউন হল চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ এর সভাপতিত্বে এক আলোচণা অনুষ্ঠিত হয় । আলোচনা  সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল বাতেন সহ চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

বক্তারা বলেন, স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে অল্প বয়সেই ডায়াবেটিস, হার্টের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই এই রোগগুলো প্রতিরোধে খাদ্যভাস ও স্বাস্থ্য সচেতন থাকতে সকলের প্রতি পরামর্শ প্রদান করেন।