গাজীপুর শিল্প-কারখানায় চলমান গ্যাস সংকট নিরসনে জেলা প্রশাসন, তিতাস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে ওই সভা হয়। তবে সভায় তিতাসের কর্মকর্তা কোনো সমাধান দিতে পারেনি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর জোনে ৬১০ মিলিয়ন ঘন ফুট চাহিদার বিপরীতে গ্যাস পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ২৮০ মিলিয়ন ঘন ফুট গ্যাস। স্বাভাবিক সময়ে এই চাহিদা থাকে ৫০০ মিলিয়ন ঘন ফুটের বেশি। শিল্পকারখানাগুলিতে গ্যাসের চাপ ১৫ পিএসআই থাকার কথা থাকলেও বর্তমানে তা রয়েছে ২ বা ৩ পিএস আই। চাপ কম থাকায় শিল্পকারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে।
এ সময় ব্যবসায়ীরা জানান, গাজীপুরে গত ৬ মাস ধরে একই অবস্থা বিরাজ করছে। গ্যাসের কারণে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসরিন পারভিন, তিতাসের গাজীপুর শাখার উপ-মহাব্যবস্থাপক শাহজাদা ফারাজি, ব্যবস্থাপক (জয়দেবপুর) নৃপেন্দ্রনাথ বিশ্বাস, ব্যবস্থাপক (টঙ্গী) এরশাদ মাহমুদ, ব্যবস্থাপক (চন্দ্রা) মোস্তফা মাহবুব প্রমুখ।