গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দুদক সার্ভিস এসোসিয়েশনের (ডুসা) নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও ডুসা'র সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে তারা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এসময় দুদক সার্ভিস এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মীর জয়নাল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, মোয়াজ্জেম হোসেন সহ নবগঠিত কমিটির দুই শতাধিক সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও ডুসা'র সভাপতি মশিউর রহমান বলেন, দুর্নীতি দমন কমিশন গঠনের ম‚ল উদ্দেশ্য ছিল দেশ থেকে দুর্নীতি দ‚র করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। একটি রাষ্ট্র ধ্বংসের ম‚ল কারণ হচ্ছে দুর্নীতি। তাই দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। দুর্নীতি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত জিরো টলারেন্স বাস্তবায়নের জন্য সবাই একযোগে কাজ করে যাবো।