ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা, ভিডিও প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি | আপডেট: শুক্রবার, এপ্রিল ১, ২০২২

বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা, ভিডিও প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণঃ বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা, ভিডিও প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা শিশু একাডেমি মিলনায়াতনে মুজিববর্ষ ও  ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে গৌরবময় অর্জনকে তৃণমূল পর্যায়ে জনগনকে সম্পুক্ত করে উদযাপন করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসেনের উদ্যোগে আেয়াজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী  পদ মর্যাদা সম্পন্ন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সভাপতিত্বর অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলমসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রীকুজেন্দ্র লাল ত্রিপুরাএমপিবক্তব্য বলেন, বাংলাদেশ আজস্বল্পোন্নত  দেশ থেকে উন্নয়নশীল দেধে উত্তরণের পথে। দেশ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে পরিকল্পিত উন্নয়নের ধারায়।  এখন  আমাদের আরো দায়িত্ব বেড়ে গেছে। বান হতে হবে। এখন বাংলাদেশ আমাদের সকলের দেশ। এই অগ্রগতি অগ্রযাত্রা আমাদের।দেশ প্রেম বোধ নিয়ে সকলকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারী বিভাগের বিভাগীয়প্রধান, সাংবাদিক ও পৌর শহরের মাধ্যমিক, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিক শিক্ষার্থী, সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানেজাতির পিতা  বঙ্গবন্ধুর জীবন গাথা ও অগ্রগতির বাংলাদেশের বিভিন্ন ভিডিও প্রদর্শন করা হয় । পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।