মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এক অসহায় কৃষকের তিনটি গরু চোরী হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে গ্রামের কৃষক পরিবার সহ ভুক্তভোগী গরু মালিক অসহায় রফিকুল। বুধবার ৩০ মার্চ দিবাগত গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে কৃষক রফিকুলের বাড়িতে এ ঘটনা ঘটেছে।কৃষক মো. রফিকুল ইসলাম (৭০) তিন কন্যা সন্তানের জনক, তিনি গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত্যু আফজাল প্রধানের ছেলে।
কৃষক রফিকুলের ছোট মেয়ে রুমি আক্তার জানান আমরা তিন বোন ,আমাদের কোন ভাই নেই বোনদের সকলের বিয়ে হয়ে গেছে।আমার বড় দুই বোন স্বামী সংসার নিয়ে ভালো আছে। আমি স্বামীর সাথে অমিলের কারণে বাবা মার সাথে থাকছি।
গতকাল রাতে আমার বাবা মা ৬ টি গরু গোয়াল ঘরে বেধে ঘুমিয়ে ছিল বাবা নিত্য দিনের মতো মাঝরাতে গোয়াল ঘরে যেয়ে চিৎকার দেয়। বার বার চিৎকারে আমি ও মা গিয়ে দেখি গোয়াল ঘরে দুটি গরু আছে। একটি গরুর রশি কাটা, আশপাশ খোঁজাখুঁজি করে দেখি ,নদীর ঘাটে একটি গরু বাধা আছে।বাকী তিনটি গরু চোরেরা নিয়ে পালিয়েছে। আমাদের ধারণা চোর নৌকা যোগে গরু চুরি করেছে। সাথে সাথে পুলিশকে কল করে কোনো সুফল পাওয়া যায় নাই। গরু চোরের আশঙ্কায় নয়া নগর গ্রামের কৃষক পরিবার আতঙ্কে ঘুমহীন রাত পার করছেন।
গজারিয়া থানা তদন্ত কেন্দ্র ইনচার্জ জানান নয়ানগর গ্রামে তিনটি গরু গরু চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।