গোপালগঞ্জে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তথ্য কমিশনের কমিশনার এনডিসি সুরাইয়া বেগম প্রধান অতিথি হিসাবে কর্মসূচীতে বক্তব্য রাখেন। তথ্য কমিশনের গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ পরিচালক ড. মোঃ আব্দুল হাকমি তথ্য অধিকার আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশক্ষিণে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইলিয়াছুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ মুঈনুল ইসলামসহ জেলা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহন করেন।