Can't found in the image content. যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা
লক্ষ্মীপুর সদরে যৌতুকের জন্য গৃহবধূ আরজু বেগম হত্যার দায়ে তাঁর স্বামী কামাল উদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিরাজুদ্দৌলাহ কুতুবী আজ বুধবার দুপুরে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কামাল সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের বাসিন্দা। রায় দেওয়ার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২ জানুয়ারি আরজু বেগমকে যৌতুকের দাবিতে হত্যা করেন তাঁর স্বামী কামাল উদ্দিন। পরে আরজুর বড় ভাই জগলুর রহমান বাদী হয়ে কামালের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় পুলিশ আদালতে কামালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলাটির রায় ঘোষণা করা হলো।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আবুল বাশার বলেন, স্ত্রী হত্যায় আদালতে কামাল দোষী প্রমাণিত হয়েছেন। এতে আদালত তার মৃত্যুণ্ডের আদেশ দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে রায়ে অসন্তুষ্টি জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী কামাল উদ্দিন। তিনি বলেন, তাঁরা ন্যায়বিচার পাননি। উচ্চ আদালতে আপিল করবেন।