টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উপকূলে নাফনদী ও বঙ্গোপসাগরে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবা, কারেন্ট জাল ও ইঞ্জিন চালিত কাঠের নৌকা নিয়ে এক রোহিঙ্গাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ২৯ মার্চ রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শাহপরীরদ্বীপের বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে মাদক ও চোরাই পণ্য আসার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ পাড়া ট্রলার ঘাটের বেড়িবাঁধের আঁড়ে কৌশলে অবস্থান নেয়। ইঞ্জিন নৌকাটি নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা দিয়ে কিনারায় ভিড়তে চাইলে বিজিবি জওয়ানেরা দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন নৌকাটি দিক পরিবর্তন করে মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে নাফনদীতে নেমে কাঠের ইঞ্জিন নৌকাসহ সাবরাং মিস্ত্রীপাড়ার আব্দুল মজিদের ছেলে মোঃ তৈয়ব (১৯) এবং ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৬ এর বাসিন্দা মৃত ফজল হকের পুত্র মোঃ শহীদ (২০) কে আটক করে। পরে তল্লাশী চালিয়ে তাদের হেফাজতে থাকা ৩০হাজার ইয়াবা ও ৩০ কেজি কারেন্ট জাল পাওয়া যায়।