Can't found in the image content. জায়গা দখলের চেষ্টায় ভাংচুরের অভিযোগ সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২৫ | ২৮ মাঘ ১৪৩১

EN

জায়গা দখলের চেষ্টায় ভাংচুরের অভিযোগ সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি | আপডেট: সোমবার, মার্চ ২৮, ২০২২

জায়গা দখলের চেষ্টায় ভাংচুরের অভিযোগ সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ক্রয় ও দখলকৃত জমি থেকে উচ্ছেদ করতে সাইনবোর্ড, বাঁশ ও টিনের বেড়া ভেঙে ফেলার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যসহ কয়েকজন স্থানীয়দের বিরুদ্ধে।

ভাংচুরের সময় জায়গার মালিক তরিকুল ইসলাম বাদশার বাড়ির কেয়ারটেকার রিয়াজুল শেখ বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেয় তারা। এবিষয়ে রিয়াজুল শেখ বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। রবিবার রাতে উপজেলার পাটগাতী ইউনিয়নের কাকইবুনিয়া গ্রামে এঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ি মৌজার বিআরএস ৮৫১ খতিয়ানের ১০৪১, ২৪৮০ ও ৪৮ দাগের এক একর ৪০ শতাংশ জায়গা কাকইবুনিয়া গ্রামের মাধব বিশ্বাসের থেকে ক্রয় করেন তরিকুল ইসলাম বাদশা। পরে গত রবিবার রাতে ঐ সম্পত্তি সাবেক ইউপি সদস্য অরবিন্দু চৌধুরীর(৪৫) নেতৃত্বে জোরপূর্বক দখল করার চেষ্টা করে কাকইবুনিয়া গ্রামের গোপাল পান্ডে (৫০), নেপাল পান্ডে (৪৫) সঞ্জয় পান্ডে (৩৫), মড়াই বিশ্বাস (৬৫)। তখন রিয়াজুল শেখ বাধা দিলে সাবেক ইউপি সদস্যসহ অন্যান্য ব্যক্তিরা তাকে প্রাণনাশের হুমকি দেয়।

কেয়ারটেকার রিয়াজুল শেখ বলেন, কয়েকমাস আগে কাকইবুনিয়া গ্রামের মাধব বিশ্বাসের কাছ থেকে এক একর ৪০ শতক জমি কেনেন তরিকুল ইসলাম বাদশা। তখন বাদশা ওই জায়গা দখল করে সাইনবোর্ড, বাঁশ ও টিনের বেড়া দেয়। তখন স্থানীয় কিছু ব্যাক্তি ওই জায়গা তাদের বলে দাবি করে। পরে এলাকার মুরব্বিরা মীমাংসা করার জন্য তাদের ডাকলে কোন কাগজপত্র দেখাতে পারেনি। এরপর রবিবার রাতে সাবেক ইউপি সদস্য অরবিন্দু চৌধুরীর নেতৃত্বে জায়গা দখল নিতে তারা ভাঙচুর চালায়।

স্থানীয় আব্দুল কাইয়ুম বলেন, তরিকুল ইসলাম বাদশার ক্রয়কৃত জায়গা দখল করতে কিছু লোকজন ভাঙচুর করেছে। মূলত কিছু লোকজন চাইছে হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করতে। তাই এলাকায় শান্তিপূর্নভাবে বসবাস করতে প্রশাসনের সহযোগিতা কামনা করি।
এবিষয়ে জানতে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য অরবিন্দু চৌধুরির মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়েই কল কেটে ফোন বন্ধ করে দেন তিনি।

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক বদিয়ার রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম বলেন, এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।