টেকনাফের শালবাগার রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ পাঁচ জন মাদককারবারিকে আটক করেছে এপিবিএন সদস্যরা।
ধৃতদের মধ্যে এক জন রোহিঙ্গা ও একজন নারী রয়েছে।
জানা যায়, টেকনাফের হ্নীলার শালবাগান রোহিঙ্গা ক্যাম্প (নং-২৬) এর এপিবিএন অফিসার ও ফোর্স গোপন সংবাদ পেয়ে ২৮ মার্চ সোমবার সকাল নয়টায় ব্লক-এ/৪ তে অভিযান পরিচালনা করে। এসময় ব্লকঃ ই/২, ক্যাম্প-২৬ এর মৃত হোসেন আহমদ পুত্র জামাল হোসেন (৪৯), নয়াপাড়ার মৃত বেলায়েত হোসেনের পুত্র নুর মোহাম্মদ (৬৫), তার পুত্র আকতার ফারুখ (২০), স্ত্রী রশিদা (৫৫) এবং আকতার ফারুকের স্ত্রী আয়েশা (১৯), কে আটক করে। পরে তাদের হেফাজত হতে ২ হাজার আটশত ৫০) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।