প্রশিক্ষণ মাধ্যমে জনশক্তিকে দেশের সম্পদের পরিনত করে বেকার সমস্যার দূরকরণে আহবান
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর উদ্যোগে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড ( বোয়েসেল) এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে এক অবহিতকরণ সভা আজ খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মো: বিল্লাল হোসেন।
অবহিতকরণ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু সাঈদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঞয়া, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ন্যাশনাল প্্েরাগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মুঈদ বক্তব্য রাখেন।
সভায় প্রশিক্ষনের মাধ্যমে জনশক্তিকে সম্পদে পরিনত করে বেকার সমস্যা সমাধান, বোয়েসেল এর মাধ্যমে নৈতিক, নিরাপদ ও স্বল্প খরচে অভিবাসন কার্যক্রম পরিচালনা করে কর্মসংস্থানের ব্যবস্থা করার এবং দেশের জন্য মুল্যবান বৈদেশিক রেমিটেন্স সংগ্রহের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয় যে, কোভিড পরিস্থিতিতেও গেল অর্থ বছরে এ খাত থেকে রেকর্ড সংখ্যক ২৫ মিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে দেশে।
এসময় বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, সরকারি বেসরকারী বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, নারী উদ্যোক্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।