গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি ও সাধারণ সম্পাদক বিএম মাহমুদুল হক এ কমিটির অনুমোদন দেন।
এতে নুরুল ইসলামকে আহবায়ক ও নাজমুল হককে যুগ্ন আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর যুবলীগের কমিটি গঠন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি বলেন, সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোপালগঞ্জ জেলা শাখার নির্দেশক্রমে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের আহবায়ক কমিটি আগামী তিন মাসের জন্য ঘোষণা করা হয়েছে। এছাড়া ঘোষিত কমিটির আহবায়ক ও যুগ্ন আহবায়ককে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে টুঙ্গিপাড়া যুবলীগের দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।