Can't found in the image content. জেনোসাইড ওয়াচের প্রতিনিধি দলের রোহিঙ্গা শিবির পরিদর্শন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪ |

EN

জেনোসাইড ওয়াচের প্রতিনিধি দলের রোহিঙ্গা শিবির পরিদর্শন

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: রবিবার, মার্চ ২৭, ২০২২

জেনোসাইড ওয়াচের প্রতিনিধি দলের রোহিঙ্গা শিবির পরিদর্শন
আন্তর্জাতিক সংস্থা জেনোসাইড ওয়াচ আমেরিকা এ-র ৩ সদস্যের এক প্রতিনিধিদল টেকনাফে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। 

রবিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে টেকনাফের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসেন।

তিন সদস্যের এ-ই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থাটির প্রতিষ্টাতা সভাপতি গ্রেগরী এইচ স্ট্যানটন।

এসময় তারা ক্যাম্পের ইনচার্জের (সিআইসি) সাথে দেখা করেন এবং ২০১৭ সালে মিয়ানমারে নিপীড়িত ও নিগৃহীত পরিস্থিতি সম্পর্কে কয়েকজন সাধারণ রোহিঙ্গার সাথে কথা বলেন।

পরিদর্শন শেষে দুপুর ২টার সময় তারা শিবির ত্যাগ করেছেন বলে নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, তারা আসা থেকে যাওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তা দেয়া হয়। সেই সাথে বেশ কিছু রোহিঙ্গার সেই সময়ের মিয়ানমারের নির্যাতন ও নিপীড়নের কথা শুমেন প্রতিনিধি দলটি।