ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ইউপি সদস্যদের প্রশিক্ষণ শুরু।

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: রবিবার, মার্চ ২৭, ২০২২

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ইউপি সদস্যদের প্রশিক্ষণ শুরু।
দিনাজপুরের ফুলবাড়ীতে সাতটি ইউনিয়নের নারী-পুরুষ ইউপি সদস্যদের মাঝে তিনদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ৯টায় জাতীয় স্থানীয় সরকার ইনিষ্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব স্থানীয় সরকার ইনিষ্টিটিউট (এনআইএলজি) এর পরিচালক মো.আবু বক্কর সিদ্দিক। যা সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত তিনদিন চলবে।
প্রশিক্ষণে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের ২১জন নারী সদস্য এবং ৬৩জন পুরুষ সদস্য সহ মোট ৮৪জন অংশ গ্রহন করেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নিবাহী কমকতা মো.রিয়াজ উদ্দিন।

প্রশিক্ষন প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় স্থানীয় সরকার ইনিষ্টিটিউট (এনআইএলজি) এর পরিচালক মো.আবু বক্কর সিদ্দিক।

এসময় উপজেলা শিক্ষা কমকতা মোছা.হাসিনা ভুইয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাফিউল ইসলাম,জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.তোজাম্মেল হক প্রমুখ।