Can't found in the image content. বিয়ের দাবিতে তরুণীর অনশন, পালালেন শিক্ষক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২৫ |

EN

বিয়ের দাবিতে তরুণীর অনশন, পালালেন শিক্ষক

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি | আপডেট: শনিবার, মার্চ ২৬, ২০২২

বিয়ের দাবিতে তরুণীর অনশন, পালালেন শিক্ষক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিক শিক্ষকের বাড়িতে অনশনে বসেছেন তরুণী। অনশনে বসার সময় শিক্ষক সুকান্ত মন্ডলের মা ওই তরুণীকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেছেন। পরে অবস্থা বেগতিক দেখে শিক্ষক সুকান্ত মন্ডল ঘরের বেড়া ভেঙ্গে পালিয়ে গিয়েছে বলে জানিয়েছে ঐ তরুণী। এছাড়া ঘর তালা মেরে শিক্ষকের পরিবারের লোকজনও পালিয়েছে।

শনিবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামে এঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক ওই গ্রামের সুনীল মন্ডলের ছেলে ও উপজেলার ঘোষেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

বিয়ের দাবিতে অনশনে থাকা তরুণী সাংবাদিকদের জানান, আমি সুকান্ত মন্ডলের সাথে প্রেমের সম্পর্কে জড়াতে চাইনি। তখন সুকান্ত তার বন্ধু পূর্ণেন্দু ও রমেনকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠায়। তখন তারা আমাকে অনেক বুঝিয়ে প্রেম করতে রাজি করায়। তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় ঢাকা ও সুন্দরবনের বিভিন্ন হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করে। পরে আমি রেজিস্ট্রি করে বিয়ে করার জন্য চাপ দিলে বিয়ে করতে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয় সুকান্ত। গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের কাছে গিয়েও এর কোনো সমাধান পাইনি। তাই আমি বিয়ের দাবিতে অনশন করছি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সুকান্ত মন্ডল এর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এছাড়া তাদের বাড়িতে গিয়েও ঘরটি তালাবদ্ধ দেখা যায়। তাই ওই শিক্ষকের মায়ের বক্তব্য পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল বলেন, এবিষয়ে ওই তরুণী থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।