সরদঘাট টার্মিনালে বরিশাল থেকে ছেড়ে আসা একটি লঞ্চের কেবিন থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে কেবিনের দরজা ভেঙ্গে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জানা যায়, শনিবার সন্ধ্যায় বরিশাল থেকে পারাবত-১২ লঞ্চটি ঢাকা উদ্দেশ্যে ছেড়ে আসে। রোববার সকালে লঞ্চটি সদরঘাট টার্মিনালে ভিড়ে। সব যাত্রী নেমে যাওয়ার পর লঞ্চের কেবিন বয় ৩১২ কেবিন পরিষ্কার করতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ পান। জানালা দিয়ে কেবিন যাত্রী ওই নারীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে কেবিন বয় লঞ্চ স্টাফদের জানান। খবর পেয়ে সদরঘাট নৌ থানার পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
সরদঘাট নৌ থানার এসআই শহিদুল ইসলাম জানান, কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, হিন্দু ধর্মের ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, কেবিনটি আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির নামে বুক করা ছিল। বুকিংয়ের সময় যে মোবাইল নম্বর দেয়া হয়েছে সেটি বন্ধ পাওয়া যাচ্ছে। লঞ্চের কেবিন বয় মারফত জানা গেছে, ওই নারী সর্বশেষ রাত ১০টার দিকে কেবিনে বসে রাতের খাবার খান। লঞ্চের সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। যাতে দেখা যায়, বৃদ্ধ এক লোক ওই নারীকে লঞ্চের কেবিন পর্যন্ত এগিয়ে দিয়ে চলে যায়।
এসআই শহিদুল ইসলাম জানান, ভিডিও ফুটেজটি বরিশাল নৌ পুলিশের কাছে পাঠানো হয়েছে। যাতে মৃতের পরিচয় শনাক্ত করা যায়।