২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বীর মুক্তিযোদ্ধার কণ্ঠে মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা স্মৃতিকথা ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধার কণ্ঠে মুক্তিযুদ্ধের বীরত্ব গাঁথা স্মৃতিকথা ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।
আলোচনা সভায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল ড. মোঃ এনামুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো. নাজমুল ইসলাম।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা বলেন, সোনার বাংলা করতে গেলে আগে সোনার ছেলে হতে হবে। একটি উন্নত জাতি গঠনের জন্য ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক মেধাবী এবং অন্যের প্রতি ভালোবাসা থাকতে হবে।
তিনি বলেন, আমরা মুক্তিযোদ্ধারা দেশকে ভালোবেসে যুদ্ধে গিয়ে ছিলাম, দেশ গড়ার জন্য দেশত্ব প্রেম প্রয়োজন তাহলে দেশ উন্নয়ন হবে।
তিনি আরো বলেন, আমি চাই আমরা সকলে আমরা সকলে দেশপ্রেমিক হবো, যে যে অবস্থানে আছি সেখান থেকে দেশপ্রেমের চেতনাকে জাগিয়ে তোলে নিজের মতকরে দেশপ্রেম ধরে রাখতে পারি।
এসময় অনুষ্ঠানে স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পক্ষ থেকে ৭১ সালে মুক্তিযোদ্ধের অংশগ্রহণ এবং অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা সম্মানি স্মারক তোলে দেন অধ্যক্ষ লে. কর্ণেল ড. মোঃ এনামুল ইসলাম।