ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধি | আপডেট: শনিবার, মার্চ ২৬, ২০২২

আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা স্মৃতিসৌধে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আটোয়ারী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা স্কাউটস্, দুর্নীতি প্রতিরোধ কমিটি, আটোয়ারী প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সকাল ৮ টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। এরপর পুলিশ, আনসার-ভিডিপি, বাংলাদেশ স্কাউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ।

দিবসটি উপলক্ষে সরকারী, আধাসরকারী, স্বায়ত্বশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুর ১২ টায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা ৭টায় পুরস্কার বিতরণ, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা এবং স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।