আজ ২৪ মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ১১টায় 'ক্রীড়ায় বিকশিত হোক তারুণ'' 'ক্রীড়াই শক্তি ক্রীড়ায় মুক্তি' স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি তিতুমীর কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে. এম. খালেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি তিতুমীর কলেজ ছাত্রলীগের দাবির প্রেক্ষিতে তিতুমীর কলেজে একটি উন্মুক্ত মঞ্চ করে দেয়ার ঘোষণা দেন। তিনি বলেন, তিতুমীর কলেজ একটি চমৎকার কলেজ। কলেজটিতে আমি একটি উন্মুক্ত মঞ্চ করে দিবো শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম চালানোর জন্য। কলেজেটি শিক্ষা, সাংস্কৃতিকভাবে বেশ এগিয়েছে।
তিতুমীর কলেজ এতো সুন্দর তা আমার জানা ছিলো না। খুবই সুন্দর কলেজে ১৭ টি সংগঠন কাজ করছে, তা জেনে ভালো লাগলো। এবার প্রথমবার এসেছি, আগামীতেও আসতে চাই। যেকোনো প্রয়োজনে আমি কলেজের পাশে থাকবো।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এ এস এম আসাদুজ্জামান এবং ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর আহ্বায়ক প্রফেসর মোঃ আব্দুল মান্নান।
এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান জুয়েল।
দীর্ঘদিন পর করোনার বিদঘুটে পরিস্থিতি কাটিয়ে সাবলীল পরিবেশে ক্যাম্পাস জীবনের আনন্দ উপভোগ করতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসে ছিলো নানা আয়োজন- ক্যাম্পাসের প্রবেশমুখ থেকে শুরু করে শেষ সীমানা অবধি ছিলো সুন্দর সুন্দর গেইট, আকর্ষনীয় ফুল সজ্জা, রঙ্গিন পতাকা-কাগজ, বেলুন এবং বিশেষ গাছের টব। তাছাড়া বিএনসিসির রোভার ও স্কাউট টিমের শৃঙ্খলা এবং বিভাগীয় শিক্ষর্থীদের অকাড়ষনীয় কার্যক্রমে অংশগ্রহনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সার্থক হয়েছে। প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের জন্য ছিলো লাল গালিজা সংবর্ধনা। ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ক্যাম্পাসকে যেমন ঢেলে সাজানো হয়েছে, ঠিক তেমনিভাবে শিক্ষার্থীরাও সেজেগুজে ক্যাম্পাসে প্রবেশ করে প্রাণোচ্ছল একটি দিন উপভোগ করেছে।
কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কমিটির সহযোগিতায় উক্ত অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।