ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত

হাকিমপুর প্রতিনিধি | আপডেট: বুধবার, মার্চ ২৩, ২০২২

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত
বুধবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় বিজিবি আইসিপি ক্যাম্পে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএসএফ সেক্টর কমান্ডারের (ডিআইজি) শ্রী বাস্তবের নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল নেতৃত্ব দেন।

এ সময় ভারতের রায়গঞ্জ বিএসএফের সেক্টর কমান্ডার (ডিআইজি) শ্রী বাস্তবের নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল হিলি চেকপোস্ট জিরো পয়েন্টে এলে ফুল দিয়ে বরণ করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল. খন্দকার মোহাম্মদ গোলাম মহিউদ্দিন।
 
এ বৈঠকে বাংলাদেশ বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল. খন্দকার মোহাম্মদ গোলাম মহিউদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম, ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরিফুল্লাহ আবেদ, দিনাজপুর সদর ৪২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম ও ভারতে ৬১ পতিরাম বিএসএফের সিও ভালেন্দ ত্রিভেদুসহ উভয় বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল খন্দকার মোহাম্মদ গোলাম মহিউদ্দিন জানান, আজকে আমরা সীমান্তে চোরাচালানি, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ সীমান্তের স্পর্শকাতর বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করা হয়েছে। এটা আমরা উভয় বাহিনীর মাঝে এ ধরনের বৈঠক করে থাকি। এতে করে সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় থাকে।