Can't found in the image content. বঙ্গবন্ধু ছিলেন সত্তিকারের মানবতার দরদী -কৃষিমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২৫ | ২৮ মাঘ ১৪৩১

EN

বঙ্গবন্ধু ছিলেন সত্তিকারের মানবতার দরদী -কৃষিমন্ত্রী

দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২

বঙ্গবন্ধু ছিলেন সত্তিকারের মানবতার দরদী -কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর তরুণ বয়সে কলকাতা থেকে একজন একটি শাল চাদর দিয়েছিল। সেই শাল পড়ে বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় সকালে বেড়াতে বেরিয়েছিলেন। তখন বঙ্গবন্ধু দেখতে পান একটি গরিব লোক শীতে কাঁপছেন। বঙ্গবন্ধু তার কষ্ট সহ্য করতে না পেরে গায়ের চাদরটি তার গায়ে জড়িয়ে দিয়েছিলেন। বঙ্গবন্ধু বাড়ি ফিরে আসলে তার মা জিজ্ঞাসা করছে বাবা তোমার চাদরটা কই! তখন বঙ্গবন্ধু বলে মা দেখলাম একজন গরীব মানুষ শীতে কষ্ট পাচ্ছে। তাই তাকে চাদরটি আমি দিয়ে দিয়েছি। মা কাজটা ভাল করি নাই? তখন বঙ্গবন্ধুর পিতা বলেছিলেন বাবা তুমি খুব ভালো কাজ করেছো। এই ছিল বঙ্গবন্ধু, এই ছিল দুঃখী মানুষের প্রতি তার মায়া-মমতা ও দরদ। তিনি ছিলেন সত্তিকারের মানবতার দরদী।

সোমবার সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত বাংলাদেশ কৃষক লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘ ২১ বছর পাক বাহিনী ও তার দোসররা বাংলাদেশে ক্ষমতায় ছিলেন। কৃষির যে উন্নয়ন বঙ্গবন্ধু সূচনা করেছিলেন তা অনেকটা স্তব্ধ হয়ে যায়। কৃষিক্ষেত্রে আবার বঞ্চনা শুরু হয়। পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে কৃষির উন্নয়নে আবার অনেক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন।