ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, মার্চ ১৫, ২০২৫ |

EN

টিসিবির ট্রাকের লাইন উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২

টিসিবির ট্রাকের লাইন উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে
টিসিবির ট্রাকের বড় লাইনকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, মূল্যস্ফীতিসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও এ নিয়ে উদ্দেশ্যমূলক ভাবে সমালোচনা হচ্ছে। এর মাধ্যমে দেশে আরেকটি 'বাসন্তী' খোঁজার চেষ্টা চলছে বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (২২ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘কম দামে পণ্যের জন্য ট্রাকের পিছনে মানুষ সব সময় ছিল। এখন একটা প্রবণতা হলো টিসিবির ট্র্যাকের পেছনে মিছিলটা বড় করে দেখানো হচ্ছে। এখন অনেক পত্রিকায় বা নেতৃত্ব স্থানীয় পত্রিকায় এসব দেখি। আমি যেটা বলতে চাই, একটা প্রচেষ্টা চলছে রাজনৈতিকভাবে বিরোধী রাজনৈতিক শক্তি সমর্থিত কিছু পত্রিকা, গোপন বা প্রকাশ্যে নতুন করে বাসন্তী খোঁজার চেষ্টা করছে। একটা ছবি দিয়েছে যে রাস্তায় শুয়ে আছে। অথচ ড্রেসটা দেখা যাচ্ছে সুন্দর শাড়ি।’

শামসুল আলম বলেন, রাশিয়ার যুদ্ধের আগেও মূল্যস্ফীতি ছিল। আমাদের হতাশাগ্রস্ত হওয়ার সুযোগ নেই। মূল্যস্ফীতি আমাদের দেশের কারণে হচ্ছে না। আমদানির নির্ভরতার কারণে এটি হচ্ছে। দেশের অভ্যন্তরীণ উৎপাদন যথেষ্ট ভালো। চৈত্র মাসেও দেশের বাজারভরা শাক সবজি পাওয়া যাচ্ছে। আমরা সুন্দরভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করছি। এক কোটি পরিবারকে টিসিবি’র মাধ্যমে খাদ্য দিচ্ছি।

এসময় বিভিন্ন দেশে মূল্যস্ফীতির হার তুলে ধরে তিনি বলেন, শ্রীলঙ্কার এখন মূল্যস্ফীতির হার ১৫ দশমিক ১, পাকিস্তানে চলছে ১২ দশমিক ২ শতাংশ, ব্রাজিলে ১০ দশমিক ৪, ভেনুজুয়েলায় ৩৪০ শতাংশ , আর্জেন্টিনায় ৫২ দশমিক ৩ শতাংশ, তুরষ্কে ৫৪ দশমিক ৪ আর বাংলাদেশে ৬ দশমিক ১ শতাংশ।