তিন দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে নীলক্ষেত মোড়ে জড়ো হন তারা। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
তাদের দাবিগুলো হলো, করোনা সংক্রমণের কারণে ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ সেশনের সব বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের প্রমোশন দিয়ে পরবর্তী বর্ষে পরীক্ষার সুযোগ করে দেওয়া। এ ছাড়া দর্শন বিভাগের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করা এবং গণহারে ফেইল করার কারণ ও প্রতিকারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং এর স্থায়ী সমাধান করা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে, শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের।