Can't found in the image content. গণতন্ত্রের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য : সিইসি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

গণতন্ত্রের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য : সিইসি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২

গণতন্ত্রের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে আস্থা ফেরাতে হবে। মানুষকে নির্বাচনমুখী করতে হবে। এ জন্য বিশিষ্টজনদের সহযোগিতা প্রয়োজন। গণতন্ত্র সুসংহত করতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য বলে দাবি করেন তিনি।

সোমবার (২২ মার্চ) সুশীল সমাজের সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের উদ্বোধনী বক্তৃতায় এসব কথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ তৈরির জন্য বেলা সোয়া ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন।

এতে উপস্থিত হয়েছেন ড. জাফরুল্লাহ চৌধুরী, ড. ইফতেখারুজ্জামান, আলী ইমাম মজুমদার, ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক নজরুল ইসলাম, সঞ্জীব দ্রং, আবু আলম মো. শহীদ খান, মহিউদ্দিন আহমেদ, খুশী কবির, রুবায়েত ফেরদৌস, ড. সিনহা এম এ সাঈদ, আব্দুল লতিফ মন্ডল, বেগম শাহীন আনাম, ড. মোস্তাফিজুর রহমান, ড. জহুরুল আলম এবং ড. শেখ হাফিজুর রহমান।