"ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য' ক্রীড়াই শক্তি ক্রীড়ায় মুক্তি" এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে পুরো ক্যাম্পাসকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
আজ ২১ মার্চ রোজ সোমবার সকাল ১১ টায় জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে ক্যাম্পাসে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সরকারি তিতুমীর কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এ এস এম আসাদুজ্জামান, সাবেক শিক্ষক পরিষদ সম্পাদক সহযোগী অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধকের বক্তব্যে অধ্যাপক তালাত সুলতানা বলেন, "আজকের ইলেকট্রনিক মিডিয়া তরুণ প্রজন্মকে গৃহবন্দি ও মানসিকভাবে বিপন্ন করে তুলেছে । এটি জাতির জন্য যথেষ্ট উদ্বেগের কারণ । এ অবস্থা থেকে একমাত্র ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণ শ্রেণিকে রক্ষা করা যেতে পারে। ক্রীড়ায় কেবল নির্মল আনন্দই লাভ হয় না, শরীর-মন দুটোই সুস্থ থাকে।
তিন দিনব্যাপী প্রতিযোগিতায় প্রথম দিনে প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। ইভেন্টগুলো ছিলঃ দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ।
এছাড়া আগামীকাল (২২ মার্চ) দ্বিতীয় ও (২৩ মার্চ) তৃতীয় দিনে থাকছে বর্শা নিক্ষেপ, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, লাফ-ধাপ-ঝাপ, রীলে দৌড় এবং পুরস্কার বিতরণ সহ বিভিন্ন ইভেন্ট।
২ বছরের করোনা মহামারী কাটিয়ে ক্যাম্পাস স্বাভাবিক পরিবেশে ফিরে আসতে শুরু করেছে। শিক্ষার্থীরা দারুণ উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করায় কলেজ প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ শিক্ষার্থীরা আনন্দিত।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফল করে তুলতে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি যথেষ্ট সাফল্যের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে।