ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

তিতুমীর কলেজে বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মাহিন, সম্পাদক রাব্বি

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: শুক্রবার, মার্চ ১৮, ২০২২

তিতুমীর কলেজে বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মাহিন, সম্পাদক রাব্বি
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ পড়ুয়া বরিশাল বিভাগের শিক্ষার্থীদের সংগঠন "বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতি"র আওতাধীন "বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি"র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী 'ফিরোজ মাহমুদ মাহিন'কে সভাপতি এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী 'মোঃ ফজলে রাব্বি'কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। 

১৭ ই মার্চ রোজ বৃহস্পতিবার রাতে 'বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতি'র সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ ও সাধারণ সম্পাদক এইচ এম শাহজাদা সোহাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য ৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া উক্ত কমিটিতে ৫ জনকে উপদেষ্টা মন্ডলির সদস্য হিসেবে স্থান দেওয়া হয়েছে। 

কমিটিতে সহ সভাপতি পদে মোঃ আল মামুন ও আকাশ রায়কে এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুর রহমান ও মোঃ তাইবুর রহমানকে মনোনীত করা হয়েছে। 

উপদেষ্টা মন্ডলির সদস্য হিসেবে স্থান পেয়েছেন মোঃ জামাল হোসেন, মোঃ জামাল হোসেন আতিক, মোঃ হাফিজুর রহমান সোহাগ, এম. এ. রাসেল এবং মোঃ মেহেদী হাসান। 

তিতুমীরস্থ বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নব-নির্বাচিত সভাপতি ফিরোজ মাহমুদ মাহিন বলেন, তিতুমীর কলেজস্থ বরগুনা জেলা ছাত্র কল্যাণের সভাপতি হওয়া গর্বের বিষয় নয়, অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে সফলতা অর্জন করতে পারাটা গর্বের, দোয়া করবেন যেন ছাত্র-ছাত্রীদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি। বিশেষ করে বরগুনা জেলা থেকে আগত সকল ছাত্র-ছাত্রীদের পাশে থেকে তিতুমীর কলেজ সহ ঢাকাস্থ যেকোনো জায়গায় তাদের সব ধরনের সহযোগিতা করতে চাই।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আমাকে বরগুনা জেলা ছাত্র কল্যাণের সভাপতি মনোনীত করায় বরিশাল বিভাগ ছাত্র কল্যাণের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ভাই ও সাধারণ সম্পাদক এইচ এম শাহাজাদা ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, নদী, সমুদ্র আর সুন্দরবন নিয়ে এক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভুমি আমাদের বরগুনা। এরকম একটা জেলা থেকে আসা ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন কল্যাণ ও সেবা মুলক কাজের মাধ্যমে ঢাকার  বুকে আমার জেলাকে যাতে আরো সুন্দর ভাবে উপস্থাপন করতে পারি।এবং ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরন ইত্যাদি বিভিন্ন সেবা মূলক কাজের মাধ্যমেই আমরা সামনে এগিয়ে যেতে পারি। এজন্য সকলের নিকট দোয়া প্রত্যাশী।