Can't found in the image content. হরতালে বিএনপির সমর্থন চাইনি: সিপিবি সভাপতি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

হরতালে বিএনপির সমর্থন চাইনি: সিপিবি সভাপতি

বিশেষ প্রতিবেদক | আপডেট: সোমবার, মার্চ ১৪, ২০২২

হরতালে বিএনপির সমর্থন চাইনি: সিপিবি সভাপতি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নবনির্বাচিত সভাপতি মো. শাহ আলম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নবনির্বাচিত সভাপতি মো. শাহ আলম চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে বিএনপির সমর্থন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে বলেন, ‘হরতাল আমরা বামপন্থীরা ডেকেছি। বিএনপির সমর্থন তো আমরা চাইনি। বিএনপির রাজনীতি বিএনপি করুক। বিএনপির কোমরে জোর থাকলে আলাদাভাবে করুক। আমরা হরতালে তাদের সমর্থন চাইনি।’

সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সদস্য রাশিদুল সামির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করা হয়েছে।

রবিবার (১৩ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়াজিত এ মতবিনিময় সভায় শাহআলম আরও বলেন, বিএনপি হরতালে সমর্থন দিয়েছে, কিন্তু বিএনপি কি মুক্তবাজারের বিরুদ্ধে দাঁড়াবে? বিএনপি কি রেশনশপ চালু করার পক্ষে থাকবে? গণবণ্টন ব্যবস্থার পক্ষে থাকবে? শিক্ষা-স্বাস্থ্য সরকারিকরণের পক্ষে থাকবে? বিএনপি নিজেই মুক্তবাজারপন্থী। বিএনপি-আওয়ামী লীগের মধ্যে শ্রেণিগত কোনও পার্থক্য নেই, তারা মুক্তবাজারে বিশ্বাস করে।’

শাহ আলম বলেন, ‘আমাদের হরতাল মানুষের জান বাঁচানোর জন্য। যারা এখানে ঢুকে যেতে চান, তাদের হুঁশিয়ার করছি। আমরা ক্ষমতায় যেতে চাই, কারও ক্ষমতার খেলার হাতিয়ার আমরা হবো না, এটা পরিষ্কার থাকা দরকার। বিএনপির রাজনীতি বিএনপি করুক। আগেই বলেছি, আমরা কারও ক্ষমতায় যাওয়ার বাহন হবো না, কাউকে ক্ষমতায় রাখতেও চাই না। আমাদের এই রাজনীতিকে যারা ভণ্ডুল করতে চাচ্ছে, তাদের হুঁশিয়ার করতে চাই।

হরতালে মাঠে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা মাঠে আছি, থাকবো। মামলা-হামলার ভয় দেখিয়ে আমাদের লাভ নেই। একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি। ১৯৬৮ সালে জেল খেটেছি, ১৯৮৩ সালে জেল খেটেছি, ১৯৮৭ সালেও জেল খেটেছি। ভয় দেখিয়ে লাভ নেই। কমিউনিস্টদের ভয় দেখিয়ে লাভ নেই। অনেক ভয় দেখিয়েছেন, তারপরও তো কমিউনিস্টরা লড়াই করছে। শুধু বাংলাদেশে নয়, গোটা দুনিয়ায় লড়াই করছে।

বাম বিকল্প গড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা একটা বিকল্প করতে চাই। আওয়ামী লীগ-বিএনপির বাইরে, জোট-মহাজোটের বাইরে একটি বিকল্প শক্তি গড়তে চাই। সেই বিকল্পের প্রোগ্রাম অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, সাংবাদিকতার অধিকারের ক্ষেত্রে, নারী সমাজকে নিয়ে আছে। সব জায়গায় সিন্ডিকেট। স্বাস্থ্য, খাদ্য, শেয়ার মার্কেট, ব্যাংকে- সবখানে সিন্ডিকেট। এরা জগদ্দল পাথরের মতো ১৭ কোটি মানুষের বুকের ওপর বসে আছে। এ এক অসহনীয় অবস্থা। এটা ভেঙে দিতে হবে।  

এ সময় চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ জেলা সিপিবির সভাপতি কানাইলাল দাশ ও সাধারণ সম্পাদক শওকত আলী এবং সিপিবি নেতা উত্তম চৌধুরী, মোহাম্মদ আলী, মছিউদ্দৌলা, সিতারা শামীম, সেহাবউদ্দিন সাইফু, ফরিদুল ইসলাম ও অমিতাভ সেন উপস্থিত ছিলেন।