ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মনিষা ম্রং এবং থুইচিংপ্রু মারমা তিতুমীর কলেজ আদিবাসী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: শনিবার, মার্চ ১২, ২০২২

মনিষা ম্রং এবং থুইচিংপ্রু মারমা তিতুমীর কলেজ আদিবাসী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত
সরকারি তিতুমীর কলেজ আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি মনিষা ম্রং ও সাধারণ সম্পাদক থুইচিংপ্রু মারমা নির্বাচিত হয়েছেন।

আজ ১১ই মার্চ রোজ শুক্রবার সরকারি তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনের ১৩১৩ নং রুমে সংগঠনটির ২য় কাউন্সিল, তৃতীয় বর্ষপূর্তি ও নবীনবরণ ২০২২ অনুষ্ঠিত হয়।আদিবাসী ছাত্র সংগঠন সরকারি তিতুমীর কলেজের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে উক্ত নির্বাচন এবং কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সংগঠনটি তাদের কাউন্সিল, বর্ষপূর্তি ও নবীনবরণ অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা আদিবাসী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। সকল সমস্যার সমাধান করে সুন্দর একটি রাষ্ট্র গঠনের অঙ্গীকার করেন তারা।

আদিবাসী ছাত্র সংগঠনের ২য় কাউন্সিলের মধ্য দিয়ে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক পিটার প্রান্ত কুজুর, যুগ্ম সাধারণ সম্পাদক বিংশ দিব্রা, যোগাযোগ ও তথ্য প্রচার সম্পাদক খয়লাংউ মারমা।

নতুন সভাপতি মনিষা ম্রং বলেন, শিক্ষা মৈত্রী ঐক্য প্রগতির লক্ষ্য নিয়ে আদিবাসী সংগঠনের পথচলা। আদিবাসী শিক্ষার্থীদের পরস্পরের সম্পর্ক বৃদ্ধি, সমস্যা সমাধান, ভর্তিসহ বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়া, নিজেদের সংস্কৃতি সবার মাঝে তুলে ধরাসহ বিভিন্ন সামাজিক কর্মকা- করাই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে এগিয়ে যেতে চাই।

নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে থুইচিংপ্রু মারমা বলেন, তিতুমীর কলেজে প্রায় ৩০০ আদিবাসী শিক্ষার্থী রয়েছে। পাহাড়ের দুর্গম এলাকা থেকে অসচ্ছল এসব শিক্ষার্থীদের ঢাকায় এসে পড়াশোনা করা যে কতটা কষ্টকর তা শুধু নিজেরাই অনুভব করা যায়। সরকার আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে কিন্তু সেই উপবৃত্তি পেতে হলে ফরম জমা দিতে যেতে হয় মিরপুর-১, বিভিন্ন মন্ত্রণালয়ে। কিন্তু তার কোনো ফলাফল আর কলেজ পর্যন্ত এসে পৌঁছায় না। এসব সমস্যাসহ আদিবাসী শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানে কাজ করবো আমরা।