সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের উদ্যোগে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সহজ উপায়ে
প্রতিদিন সরকারি তিতুমীর কলেজ জামে মসজিদে পবিত্র কুরআন শরীফ শিক্ষা গ্রহণ চলছে।
প্রতিদিন রাত ৮.৩০-৯.৩০ পর্যন্ত সরকারি তিতুমীর কলেজ জামে মসজিদে কুরআন শিক্ষা কার্যক্রম সকলের জন্য উন্মুক্ত রয়েছে। প্রতিদিন বাদ এশা জামে মসজিদে কোরআন শিক্ষা কার্যক্রম শুরু হয়।
এখানে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ কর্মচারীসহ আশেপাশের মুসল্লিরা কোরআন শিক্ষার জন্য আসেন। কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থীরা ছাত্রলীগের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।
উক্ত কার্যক্রমটি সরকারি তিতুমীর কলেজ কর্তৃপক্ষের পরিচালনায় এবং ছাত্রলীগের সহযোগিতায় নিয়মিত চলবে বলে জানা গিয়েছে।