ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

এক যুবকের কাছে মিলল ৩ হাজার সিম

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, মার্চ ৯, ২০২২

এক যুবকের কাছে মিলল ৩ হাজার সিম
চট্টগ্রামে বিভিন্ন মোবাইল কোম্পানির প্রায় ৩ হাজার সিম ও ভিওআইপি সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৮ মার্চ) রাতে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৭ মার্চ) রাতে পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকার ইসমাম টাওয়ার নামে একটি বহুতল ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি লোহাগাড়ার ভবানীপুরের বড় হাতিয়ার আব্দুল মোনাফের ছেলে মো. নাছির উদ্দিন (৪৩)।

র‌্যাব জানায়, চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় বহুতল ভবন ভাড়া নিয়ে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা পরিচালনা করছে। এমন খবরের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকার ইসমাম টাওয়ারে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ ব্যবসার মূল হোতা নাছির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তার কক্ষ থেকে ৬টি অত্যাধুনিক ভিওআইপি ব্যবসার এন্টিনা যুক্ত মেশিন, ২ হাজার ৮৩০টি টেলিটক সিম, ১৬৫টি এয়ারটেল সিম, একটি ল্যাপটপ, ৪টি মোবাইল, ৬টি পাওয়ার সাপ্লাই, ৩টি মাল্টিপ্লাগ, ৬টি চার্জার, ২টি মডেম, ২৩টি ক্যাবল, ৩টি রাউটার, ৫টি আইপি, একটি এয়ারকুলার, ২টি মাউস, ১৬০টি খোলা এন্টিনা, ২৫০টি সিমের খালি প্যাকেট, একটি নোস প্লাস,২টি স্ক্রু ডাইভার এবং একটি টেপকাটার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮২ লাখ টাকা।

এদিকে প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেপ্তারকৃত নাছির উদ্দিন জানান, ২০১৬ সাল থেকে লাইসেন্সবিহীন অবৈধ ভিওআইপি ব্যবসা করে আসছেন। অবৈধ এ ব্যবসার অভিযোগে তার বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় দুটি মামলা রয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, বর্তামানে বৈধ পন্থায় আন্তর্জাতিক কল আসছে প্রতিদিন আনুমানিক প্রায় দুই কোটি মিনিট। এর মধ্যে ৬০ লাখ থেকে ৭০ লাখ মিনিট কল আসছে রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান বিটিসিএলের ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) দিয়ে।

তিনি আরও বলেন, বাকিগুলো আসছে বেসরকারি আইজিডব্লিউ অপারেটর ফোরামের (আইওএফ) মাধ্যমে। অন্যদিকে প্রতিদিন প্রায় সাড়ে তিন কোটি মিনিট কল এখনও ভিওআইপির অবৈধ কারবারিদের মাধ্যমেই আসছে। যার কারণে সরকার বিপুল পরিমাণ কর থেকে বঞ্চিত হচ্ছে।