রুশ অভিযানের মুখে গত ১০ দিনে ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে ১৫ লাখেরও বেশি শরণার্থী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এমনটাই জানিয়েছেন। আজ রবিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপে দ্রুত ক্রমবর্ধমান শরণার্থী সংকট। শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ৭ লাখ মানুষ ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে প্রবেশ করেছে, দেড় লাখেরও বেশি হাঙ্গেরিতে আর বাকিরা ইউরোপের অন্য দেশ গিয়ে আশ্রয় নিয়েছে। পোল্যান্ড ও হাঙ্গেরির পর ইউক্রেনের অপর প্রতিবেশি মালদোভা, স্লোভাকিয়া ও রোমানিয়ায় সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে।
রুশ হামলায় শনিবার পর্যন্ত ইউক্রেনের ১ হাজার ৫৮ বেসামরিক লোক হতাহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদের মধ্যে ৩৫১ নিহত এবং ৭০৭ জন আহত হয়েছেন। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়াকে কেন্দ্র করে গত বছরের শেষের দিক থেকে তীব্র দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।